Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

সেবা সমূহঃ-

১। অটিট কার্যক্রম, ২। নিবন্ধন কার্যক্রম, ৩। অবসায়ন কার্যক্রম, ৪। আশ্রয়ন কার্যক্রম, ৫। প্রশিক্ষণ কার্যক্রম।

গ্রামে বসবাসরত দরিদ্র জন-গোষ্ঠীর দরিদ্র বিমোচনের লক্ষ্যে শ্রেণী ও পেশা ভিত্তিক সংগঠন তৈরিতে সহগোগীতা দান।

উপকার ভোগিদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলায় বাস্তবায়নাধীন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যাবতীয় প্রকল্প/কর্মসূচী বাস্তবায়ন দরিদ্র জন্য গোষ্ঠীর স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পূজি গঠনের সুযোগ সৃষ্টি করে থাকে।

সমবায়ীদের মধ্যে বৃদ্ধি মূলক কর্মকান্ডে বাস্তবায়ন কল্পে ঋণমঞ্জুরি নিজস্ব পূজির গঠনের মাধ্যমে বিতরণ করা হয়।

সমবায়ীদের মধ্যে সমিতি নিবন্ধনের পর নিজস্ব পূজি গঠন করে সদস্যদের মধ্যে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহন করে থাকে।

উপকার ভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষনের প্রয়োজন। আমরা সমবায়ীদেরকে ৬ মাস পর পর প্রশিক্ষণ দিয়ে থাকি।

উপকার ভোগী সদস্যদের অন্যান্য জাতি গঠন মূলক বিভাগের প্রাপ্তির লক্ষ্যে আন্তঃ বিভাগীয় সমন্বয় সাধন।

সদস্যদের উৎপাদিত শষ্যের ন্যার্যমূল্য নিশ্চত করণের জন্য বাজারজাত করণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ যন্ত্র ব্যবস্থাপনা এবং পরিবেশ উন্নয়ন কল্পে বৃক্ষরোপন, স্যানিটেশন সহ নানা মূখী সম্প্রসারণ মূলক কার্যক্রম পরিচালনা করা।